You are here: Home : News Updates : কম্পিউটার সোর্স-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো ফিদে মাস্টার ফাহাদ
কম্পিউটার সোর্স-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো ফিদে মাস্টার ফাহাদ
23-07-2013
সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ রহমানকে ব্রান্ড অ্যাম্বাসেডর করলো কম্পিউটার সোর্স। এ উপলক্ষে ফাহাদ এবং কম্পিউটার সোর্স’র মধ্যে রোববার বিকেলে চুক্তি স্বাক্ষর হয়।
কম্পিউটার সোর্স-এর ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম মাহফুজুল আরিফ এবং ফাহাদের পক্ষে তারা বাবা মো. নজরুল ইসলাম ও মা হামিদা খান চুক্তিতে স্বাক্ষর করেন।
ধানমন্ডিতে কম্পিউটার সোর্স-এর কেন্দ্রীয় কার্যালয়ে এ চুক্তি সাক্ষর অনুষ্ঠানে কম্পিউটার সোর্স এর পক্ষে প্রতিষ্ঠানের পরিচালক এসএম মুহিবুল হাসান, মার্কেটিং ম্যানেজার জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় মুহিবুল হাসান বলেন, “বিশ্ব দাবায় দেশের নাম উজ্জ্বল করতে এবং ফাহাদের ক্যারিয়ার উন্নয়নের জন্য আমরা তাকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বেসডর মনোনীত করেছি। এ জন্য আমরা উভয়ে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। এই সময়ে ফাহাদের মেধার বিকাশে চুক্তি অনুযায়ী সম্ভব সবধরনের সহযোগিতা করবে কম্পিউটার সোর্স।”
অপরদিকে ফাহাদের বাবা মো. নজরুল ইসলাম বলেন, “কম্পিউটার সোর্স ফাহাদকে ব্রান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত করায় এবং তার প্রতিভা বিকাশে আমাদের পাশে এগিয়ে আশায় আমি কৃতজ্ঞ। আমি আশা করি ফাহাদ নতুন রেকর্ড গড়ে দেশের মুখ উজ্জ্বল করে কম্পিউটার সোর্স এর এই প্রচেষ্টাকে সফল করবে।
Shop No. 419/B, Alpona Plaza
51 Mirpur Road
Dhaka – 1205, Bangladesh
Email:info@computersourcebd.com
Phone: +880-2-9121484, +880-2-9127592
House # 11/B, Road # 12 (New) 31 (Old),
Dhanmondi R/A, Dhaka – 1209
Email: support@computersourcebd.com
Shop No. 419/B, Alpona Plaza
51 Mirpur Road, Dhaka-1205
Bangladesh
Copyright ©2018 Computer Source. All Rights Reserved.