CSL logo
Menu

জাপানি ফুজিৎসু’র নতুন ৫ লাইফবুক
08-09-2014

জাপানি ফুজিৎসু’র নতুন ৫ লাইফবুক বাজারে এসেছে জাপানি প্রযুক্তিপ্রতিষ্ঠান ফুজিৎসুর পাঁচটি নতুন মডেলের লাইফবুক। চতুর্থ প্রজন্মের এই লাইফবুকগুলোর মধ্যে রয়েছে ফুজিৎসু ইউএইচ সিরিজের ইউএইচ ৫৭৪ (টাচ স্ক্রিন), ইউএইচ ৫৫৪, ই-সিরিজের ই-৭৩৪ ও এএইচ সিরিজের এএইচ ৫৪৪ এবং ১৯ ঘণ্টা ব্যাক সুবিধার এস সিরিজের এস ৯০৪।

মডেল ও ফিচারভেদে এগুলোর মূল্য ৪৯ হাজার ৯৯৯ টাকা থেকে এক লাখ ৪৯ হাজার টাকার মধ্যে।

তিনটি ভিন্ন কনফিগারেশনে ডেস্কটপের বিকল্প হিসেবে রয়েছে এএইচ ৫৪৪ মডেলের ১৫.৬ ইঞ্চি পর্দার লাইফবুক। এগুলোর ব্যাকআপ সময় আট ঘণ্টা। সঙ্গে আছে ৭৫০ জিবি হার্ডডিস্ক, কোর আই-৩/কোর আই-৫ প্রসেসর এবং ৪/৮জিবি র্যা ম।

জাপানি কোর আই সেভেন, ৮ জিবি র্যা ম, এক টেরাবাইট হার্ডডিস্ক ও অরিজিনাল অপারেটিং সিস্টেম (ওএস) যুক্ত এস সিরিজের ৯০৪ মডেলের লাইফবুকের ব্যাকআপ সময় ১৯ ঘণ্টা। মূল্য এক লাখ ৪৯ হাজার টাকা।

অরিজিনাল অপারেটিং সিস্টেমযুক্ত ই-সিরিজের ৭৩৪ মডেলটির পর্দার আকার ১৩.৩ ইঞ্চি এবং এর ব্যাকআপ সময় ১৩ ঘণ্টা। কোর আই ফাইভ প্রসেসর ও ৪ জিবি র্যা মযুক্ত লাইফবুকটির তথ্য ধারণক্ষমতা এক টেরাবাইট। বিশেষ সুবিধা হিসেবে এই লাইফবুকে রয়েছে ফিঙ্গার প্রিন্ট সুবিধা ও ডিসপ্লে পোর্ট।

ফুজিৎসু ইউএইচ সিরিজের ৫৭৪ মডেলের ১৩.৩ ইঞ্চি টাচ স্ক্রিন কোর আই ফাইভ ইন্টেল উইডি প্রযুক্তির এই লাইফবুকে আছে ৫০০ জিবি হাইব্রিড হার্ডডিস্ক। টানা ১২ ঘণ্টার ব্যাকআপ সুবিধা ছাড়াও সঙ্গে আছে ৪ জিবি র্যা ম এবং ৬৪ বিটের অরিজিনাল অপারেটিং সিস্টেম।

আর ইউএইচ ৫৫৪ ফুজিৎসু আল্ট্রাবুকের ব্যাকআপ সময় ১৩ ঘণ্টা। কম্পউটার সোর্স এর আউটলেট ছাড়াও দেশজুড়ে আইটি মার্কেটগুলোতে পাওয়া যাচ্ছে এই লাইফবুকগুলো।

Contact Us

Shop No. 419/B, Alpona Plaza
51 Mirpur Road
Dhaka – 1205, Bangladesh
Email:info@computersourcebd.com
Phone: +880-2-9121484, +880-2-9127592

Customer Care

House # 11/B, Road # 12 (New) 31 (Old),
Dhanmondi R/A, Dhaka – 1209
Email: support@computersourcebd.com

Registered Office

Shop No. 419/B, Alpona Plaza
51 Mirpur Road, Dhaka-1205
Bangladesh