CSL logo
Menu

ট্রিপল ডিসপ্লে সমর্থিত এমএসআই মাদারবোর্ড
10-03-2014

 ট্রিপল ডিসপ্লে সমর্থিত এমএসআই মাদারবোর্ড একই সাথে এইচডিএমআই, ডিভিআই ও ভিজিএ পোর্ট সমর্থিত চতুর্থ প্রজন্মের মেলেটারি ক্লাস কমপোনেন্ট-৪ মাদারবোর্ড এমএসআই জেড৮৭ জি-৪১।

এই গেমিং মাদারবোর্ডটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেল এর জড৮৭ এক্সপ্রেস চিপসেট। দেশের বাজারে কম্পিউটার সোর্স বাজারজাতকৃত মাদারবোর্ডটিতে ব্যবহার করা হয়েছে আর্দ্র ও উষ্ণতা থেকে সুরক্ষার প্রযুক্তি।

ফলে বর্ষা কিংবা খরা মৌসুমে পিসির পারফরমেন্স থাকবে অটুট। এছাড়াও ইএমআই বিকিরণ নিয়ন্ত্রণ করতে এর পিসিবি-তে সংযুক্ত করা হয়েছে নতুন নকশা।

বৈদ্যুতিক শক-সার্কিট থেকে নিরাপদ রাখতে প্রতিটি কানেক্টরে জুড়ে দেয়া হয়েছে ‘ইএসডি’ সেনসেটিভ ডিভাইস। এমএসআই জেড৮৭ জি-৪১ এর দাম নয় হাজার ৯৫০ টাকা। আছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। ফোন: ০১৭৩০০৩৭০৬৪।

Contact Us

Shop No. 419/B, Alpona Plaza
51 Mirpur Road
Dhaka – 1205, Bangladesh
Email:info@computersourcebd.com
Phone: +880-2-9121484, +880-2-9127592

Customer Care

House # 11/B, Road # 12 (New) 31 (Old),
Dhanmondi R/A, Dhaka – 1209
Email: support@computersourcebd.com

Registered Office

Shop No. 419/B, Alpona Plaza
51 Mirpur Road, Dhaka-1205
Bangladesh