ডি-লিংক নেটওয়ার্কিং পণ্যে ৩ বছরের সেবা
08-03-2014
দুই বছর সেবা মেয়াদ বাড়লো সুখ্যাত ডি-লিংক নেটওয়ার্কিং পণ্যের। ফলে এখন থেকে ডি-লিংক তারহীন ক্লাউড রাউটার, পকেট রাউটার, থ্রিজি মডেম, পিসিআই ও ওয়্যারলেস ইউএসবি ল্যান কার্ড এবং ৮ পোর্টের স্যুইচে দেশে সর্বোচ্চ সময় তিন বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে এর বাংলাদেশী বিপনন প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।
ব্যবহারকারির প্রয়োজন অনুযায়ী ডি-লিংক এর রয়েছে পাঁচ রকমের রাউটার। এরমধ্যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও আইফোন থেকে সহজেই দূরবর্তী স্থান থেকে নিয়ন্ত্রণ সুবিধা দেয় ডি-লিংক ওয়্যারলেস ক্লাউড রাউটার, ডিআইআর-৬০০ এল, ৬০৫এল এবং ৫০৬এল।
সেবা সম্পর্কে বিস্তারিত জানা যাবে ০১৯৩৯৯১৯৫৮৯ নম্বরে।